• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৯:০৩
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে সাদ ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সবদল হাটের সিঙ্গিয়া গ্রামে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।

তিনি বলেন, ‘দুপুরের দিকে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে কালভার্ট সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটতে যায় সাদ। সাঁতার কাটতে কাটতে সেখানে একটি গর্তের মধ্যে ডুবে যায় শিশুটি। পরে খবর পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
কবরস্থানের দেয়ালধসে শিশুর মৃত্যু, আহত ৬
কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু