• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মায়ের ছিন্নভিন্ন মরদেহের পাশে কাঁদছিল শিশুটি

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ২১:৪৯
ছবি: আরটিভি

গাজীপুরে শিশুকন্যাসহ রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড এলাকায় বিআরটি উড়ালপথের ওপর এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ওই নারী ও শিশুটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জানা গেছে, শিশুকন্যাকে নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি বাসে গাজীপুরের টঙ্গী ফিরছিলেন এক নারী। বাসটি টঙ্গীর চেরাগআলী থেকে উড়ালপথে ঢাকার দিকে যাচ্ছিল। এরমধ্যে স্টেশনরোড এলাকায় রাস্তার পূর্ব পাড়ে বাস থেকে নামেন। পাশেই উড়ালপথে ওঠানামার জন্য রয়েছে বিআরটি স্টেশন, যা এখনও চালু হয়নি। ওই নারী স্টেশন দিয়ে নিচের সড়কে নামার জন্য শিশুটিকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে একটি গাড়ি এসে তাদের চাপা দেয়। শিশুটি কোল থেকে ছিটকে পড়ে সড়কে। আর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আর ওই নারীর মরদেহ পাঠানো হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, শিশুটি রাস্তার পাশে বসে আছে। পাশেই পড়ে আছে তার মায়ের ছিন্নভিন্ন মরদেহ। শিশুটি অনবরত কাঁদছিল। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মাথা ও ঠোঁটে কিছুটা আঘাত আছে, তবে গুরুতর নয়। আর তার মাকে পাঠানো হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে।’

তিনি বলেন, ‘আমরা এখনও ওই নারী বা শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে তাদের সঙ্গে ইমাম পরিবহন নামের একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে বাসে ওঠার স্থান ময়মনসিংহের হালুয়াঘাট লেখা। আমরা পরিচয় নিশ্চিত হতে বাসটির কাউন্টারেও যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা কেউ পরিচয় বলতে পারছেন না। পাশাপাশি ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্তের চেষ্টা করছি।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত  
রাজধানীর বাসায় মিলল এক ব্যক্তির মরদেহ
কলেজছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার
মেরুদণ্ডে আটকে থাকা বুলেট নিয়ে জীবন-মৃত্যুর হিসেব কষছেন শাকিল