• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ২১:৫৬
আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রীকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।

এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাহিরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় দু’পক্ষ।

এ সময় আহত হয় উভয়পক্ষের অন্তত দশজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ
আখাউড়ায় বন্যার্তদের অর্থ সহায়তা দিলো হেফাজতে ইসলাম
মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
আখাউড়ায় অতিরিক্ত মদপানে অটোরিকশাচালকের মৃত্যু