• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ১০:৪০
ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয় বাসের ১২ জন যাত্রী আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরিবহন জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের