• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ১৬:৩৮
ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ২
ছবি : আরটিভি

সোনারগাঁয়ে আলোচিত জমি-সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা হত্যা মামলায় ঘাতক ভাতিজা ও সৎ-ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে ঢাকার ডেমরার ডগাইর পূর্বপাড়া ৬৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (১৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান।গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত নাসির উদ্দীনের সৎভাই আব্দুল রব ও তার ছেলে হাসান মিয়া (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (৫ জুলাই) দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাই ও ভাতিজাদের লোহার পাইপের আঘাতে গুরুতর আহত হন নাসির উদ্দিন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুলাই) মারা যান নাসির উদ্দিন। ওইদিন রাতে নিহতের ভাই জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে ওসি এসএম কামরুজ্জামান বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন র‍্যাব সদস্যরা। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ
সোনারগাঁয়ে নিম্ন আয়ের হিন্দুদের মাঝে যুবদলের উপহার সামগ্রী বিতরণ
নিম্ন আয়ের হিন্দুদের মাঝে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের উপহারসামগ্রী বিতরণ 
সোনারগাঁয়ে আলেমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা