• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়েকে নিয়ে ট্রেনে কাটা পড়লেন মা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ১৯:২০
এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়েকে নিয়ে ট্রেনে কাটা পড়লেন মা
ছবি : আরটিভি

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তার আরেক মেয়ে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চরের জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও তার ২ বছর বয়সী মেয়ে মাইমুনা আক্তার।

এ সময় গুরুতর আহত হয় তার বড় মেয়ে সিনহা আক্তার (৪)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবিনা বেগম তার ২ মেয়েকে নিয়ে নরসিংদীতে শপিং করতে আসেন। শপিং শেষে বাড়ি ফেরার সময় শিশুদের ট্রেন দেখাতে স্টেশন এলাকায় অবস্থান করেন। এ সময় মোবাইল ফোনে মা ছবি তুলতে মগ্ন থাকায় রেললাইনে চলে যান সিনহা আক্তার। পরে কোলে থাকা মাইমুনাকে সঙ্গে নিয়েই সিনহাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা সাবিনা বেগম।

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস নিচে কাঁটাপড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বড় মেয়ে সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কাটাপড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত বড় মেয়েকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর