• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ইন্স্যুরেন্সের সাইনবোর্ড টাঙিয়ে অপকর্ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ২১:৫০
ইন্সুরেন্সের সাইনবোর্ড টাঙিয়ে অপকর্ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি : আরটিভি

লালমনিরহাটের আদিতমারীতে ‘এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’র ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির জোনাল অফিস।

শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাট জোনাল অফিসে লিখিত বক্তব্যের মাধ্যমে এমন অপকর্মের তীব্র প্রতিবাদ জানান জোনাল ব্যবস্থাপক হাসানউল আজিজ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অফিসের অনুমোদন ছাড়াই স্বনামধন্য এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাইনবোর্ড টাঙিয়ে একটি কুচক্রী মহল পতিতাবৃত্তিসহ নানান অপকর্ম করে আসছে। ইতোমধ্যে সাইনবোর্ডটি অপসারণ করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তে সকল গ্রাহক-শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, শামীমা নাসরিন ও শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রমিক লীগ নেতা হত্যায় আ.লীগের ৩ নেতার যাবজ্জীবন
লালমনিরহাটে ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
এক উঠানে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য নিদর্শন
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসায়, অতঃপর...