• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ২২:৩৪
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক 
ছবি : আরটিভি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত মেইন পিলার ৯০৯ এবং সাব-পিলার ৫ দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (১৩ জুলাই) জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ১৫ বিজিবির জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকার সীমান্ত পিলার ৯০৯/৫ এসএস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর জাওরানী সীমান্ত দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে ফেরত আসার সময় বিজিবির টহল দল ৪ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), হারুন মিয়ার ছেলে বাবু মিয়া (১৮), বালাই চন্দ্র বর্মণের ছেলে রবি চন্দ্র বর্মণ (২৫) ও বিষাধু চন্দ্র বর্মণ। বিজিবি আসামিদের হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আসামিরা থানায় রয়েছেন। রোববার আদালতে তাদের সোপর্দ করা হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত এ দেশের গণবিপ্লবকে মেনে নিতে পারছে না: প্রিন্স 
ভারত সিরিজে থাকবেন তামিম ইকবাল!
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা জানাল বিসিবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: মান্না