• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

৯ বছরের সাজা এড়াতে ৩৭ বছর পলাতক

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ০৯:১০
ছবি : সংগৃহীত

অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টায় ৯ বছরের সাজা হয়েছিল আব্দুল হাকিম মাতুব্বরের (৭০)। এই সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করেন। পরিচয় পাল্টে বসবাস করতে থাকেন খুলনার রূপসা এলাকায়। কিন্তু এতকিছুর পরও শেষ রক্ষা হলো না তার। ৩৭ বছর পর ধরা পড়লেন পুলিশের হাতে।

শুক্রবার (১২ জুলাই) রাতে খুলনার রূপসা এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার আব্দুল হাকিমকে পাঠানো হয় আদালতে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হাকিমের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে তিনি। পেশায় তিনি একজন দিনমজুর।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় আব্দুল হাকিমের ৯ বছরের কারাদণ্ড হয়।

তিনি আরও জানান, মামলার পর থেকে আব্দুল হাকিম ৩৭ বছর ধরে ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২
পিরোজপুরে একটি উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চায় বিএনপি
পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, মা-মেয়ে আটক