• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মসজিদ থেকে ব্যাটারি চুরি করে পালানোর সময় চোর আটক

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ০৯:২১
ছবি : সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় মসজিদ থেকে আইপিএসের ব্যাটারি চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে চোর।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরেরদিন (শুক্রবার) বিষয়টি জানাজানি হয়।

আটক ওলিউল্লাহ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করছ গ্রামের বাসিন্দা ইজ্জত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওলিউল্লাহ চুরির উদ্দেশ্যে চৌগাছি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলে তিনি আইপিএসের ব্যাটারি ব্যাগে লুকিয়ে রেখে দ্রুত হাটতে থাকেন। অপরিচিত লোক ও হাতে বড় ব্যাগ দেখে স্থানীয়রা সন্দেহ করে তার সঙ্গে কথা বলেন। তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে, আইপিএসের ব্যাটারি নেই এবং তার বিচ্ছিন্ন।

এ সময় ওলিউল্লাহ হাত থাকা ব্যাটারির ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং মারধর করে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার ডিউটি অফিসার এএসআই সাঈদুর রহমান বলেন, মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাগুরায় ওসির প্রত্যাহার চেয়ে ছাত্রদের আল্টিমেটাম
শরীরে বুলেট নিয়ে ৩৯ দিন পর সোহানের মৃত্যু, হয়েছেন আসামি
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
এতিমখানার পাশে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ