• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

পলাশবাড়ীতে নাইট গার্ডকে শ্বাসরোধ করে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১০:৫১
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারি চালিত অটো গ্যারেজের নাইট গার্ড দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গ্যারেজ থেকে ৫টি ব্যাটারি চালিত অটো চুরি করে নিয়ে যায়।

রোববার (১৪ জুলাই) ভোরে পৌর শহরের জিননু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।

জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিননু মিয়ার একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে ব্যাটারি চালিত অটো চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একটি চক্র রোববার ভোরে ওই গ্যারেজে ব্যাটারি চালিত অটো চুরি করতে যায়। এ সময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ৫টি অটো চুরি করে নিয়ে যায়। নিহত দুদু মিয়ার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুদু মিয়ার মরদেহ উদ্ধার করে এবং পরে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান   
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির
জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার