চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ১৪ জুলাই ২০২৪ , ১১:২৪ এএম


চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ ও সমাবেশ
ছবি : আরটিভি

ঢাকার মিরনজিল্লাসহ হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলা, দেশের নানা স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও ভূমি দখলের অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে কেন্দ্রীয় পূজা পরিষদ গৃহীত কর্মসূচী অনুযায়ী চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুলাই) বিকেলে শহরের শপথ চত্বর মোড় এলাকায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের পরিচালনায় বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক। তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। হরিজন সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে প্রায় তিনশ বছর ধরে বসবাস করছে। তাদের ভোটে আপনারা জন প্রতিনিধিরা নির্বাচিত হন। নির্বাচনের পর আপনারা তাদেরকে উচ্ছেদের পায়তারা করছেন। আর যদি কোনো সংখ্যালঘুদের ওপর ও বাড়িঘরে হামলা করা হয় বা উচ্ছেদের পরিকল্পনা করা হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, মহাজোট চাঁদপুরের সভাপতি গৌতম চন্দ্র দাস, হেলা সমাজের সভাপতি কৈলাশ দাস, হেলা সমাজ চাঁদপুরের সদস্য জনি দাস, দিপু দাস, গোপিনাথ হরিজন, শ্যামল হরিজন।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission