• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১৫:৩৯
ছবি : সংগৃহীত

বান্দরবানের সদর উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আব্দুল্লাহর জ্বর আসে। পরে তাকে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার তেমন পরিবর্তন না হওয়ায় শনিবার বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২১ জন গত ১৪ দিনে আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এ ছাড়া এ প্রথম বান্দরবান হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সাত দিনে ১২ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, ২ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৯২, হাসপাতালে নতুন ভর্তি ১১৮