• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

ইজিবাইকের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১৫:৪৩
ছবি : সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ইজিবাইকের ধাক্কায় সড়কের ওপর পড়ে গিয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়া সদরদী গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী সদর থানায় কর্মরত ছিলেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, রাজবাড়ী সদর থানার কনস্টেবল মিজানুর রহমান শনিবার রাত ৮টা থেকে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। বাগমারা এলাকায় রাত ১টার দিকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীর শীর্ষ ৩ পদে নারী কর্মকর্তা 
রাজবাড়ীতে সাড়া ফেলেছে মাটির বিকল্প কোকোপিট চারা
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর