• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১৫:৫৭
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে স্বামী স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল।

রোববার (১৪ জুলাই) ভোরে উপজেলার ফুলচালা গ্রামের ব্যবসায়ী জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন উপজেলার ফুলচালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী জয়নাল ও তার স্ত্রী শাহজাদী বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরে ৭-৮জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাত দলের সদস্যরা ঘরের বারান্দা গিরিল কেটে ভেতরে ঢুকে জয়নাল ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তিনটি কক্ষের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ডাকাত দল সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন
কালিয়াকৈরে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ 
কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২
কালিয়াকৈরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন