• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণায় নৌকাডুবি, ২ নারীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ২০:১৮
নেত্রকোণায় নৌকাডুবি, ২ নারীর মৃত্যু
ছবি : সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন।

তারা হলেন, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

জানা যায়, শুক্রবার জেলার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের গৌর শংকর তালুকদারের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসেন। রোববার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন একটি ইঞ্জিনচালিত নৌকা করে মধ্যনগরে রওনা দেন। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলায় ছিদ্র হয়ে পানি ওঠে ডুবে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা কয়েকজনকে উদ্ধার করে নৌকায় তুলেন। কয়েকজন সাঁতার কেটে তীরে উঠেন। কিন্তু উজ্জ্বলা সরকার ও জলি সরকার নৌকার ভিতর থেকে বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত