• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পা পিছলে নদীতে ২ যুবক নিখোঁজ, অতঃপর...

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ২০:৩২
পা পিছলে নদীতে ২ যুবক নিখোঁজ, অতঃপর...
ছবি : সংগৃহীত

দিনাজপুরের খানসামায় পা পিছলে বেলান নদীতে নিখোঁজ ২ যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে নদীর উপজেলার দক্ষিণ আগ্রা অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম।

নিহতরা হলেন, জয়ন্ত রায় (২৫) ও বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। জয়ন্ত রায় উপজেলার দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্রনাথ রায়ের ছেলে ও একই গ্রামের তরুণী রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার কয়েকজন দিনমজুর কাজে যায়। ফেরার পথে দুজনে রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যান। এ সময় এলাকাবাসী নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিসের ডুবুরিদল দুই যুবকের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা
স্বামীর ভিটে ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে বিউটি
ঘোড়াঘাটে পিস্তল-গুলিসহ যুবক আটক