• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কোটা আন্দোলন

এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ২০:৪৪
এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছবি : আরটিভি

কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে এবং কোটা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংহতি সমাবেশে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কাছে আমাদের প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার করা হবে, সমতা বিধান করা হবে। গত ১০ দিন থেকে শিক্ষার্থীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, গায়ের ঘাম পানি করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা মূলত রাষ্ট্রের কল্যাণের জন্যই। তাই আমি শিক্ষক হিসেবে তাদের এই যৌক্তিক আন্দোলনকে সংহতি জানাচ্ছি।’

সমাবেশে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, ‘আজকের এই সংহতি সমাবেশের মাধ্যমে সারাদেশে আন্দোলনকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে একনিষ্ঠভাবে যৌক্তিক দাবিতে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটি আসলেই প্রশংসার দাবিদার। আপনাদের দেখে আমার মনে হচ্ছে, আপনারা সেই ’৫২-এর ভাষা আন্দোলনকারী শহীদদের উত্তরসূরি। কোটার মাধ্যমে এই দেশকে মেধাশূন্য করে ফেলা হচ্ছে, এই আন্দোলন শুধু চাকরির আন্দোলন নয়, এই আন্দোলন দেশকে রক্ষা করার আন্দোলন। কারণ, মেধা ছাড়া একটা দেশ কখনও উন্নত হতে পারে না।’

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আহসান লাবিন বলেন, ‘কোটা সংস্কার করুন, মেধাবীদের সুযোগ দিন। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, শনিবার শাহবাগে মামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ১৯৫২ সালে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে, হামলা, মামলা করেছে। কিন্তু রুখতে পারে নাই, ১৯৬৯ এও একই ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা যখন কোনো যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যায়নি। আমরাও বলে দিতে চাই, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি
মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি, পরিচয় মিলেছে সন্ত্রাসীদের