• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়ন করে জনগণের কল্যাণ করতে চাই: সাইফুল আলম দিপু

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ২৩:৩৯
প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়ন করে জনগণের কল্যাণ করতে চাই: সাইফুল আলম দিপু
ছবি : আরটিভি

প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো বাস্তবায়ন করে জনগণের কল্যাণ করাই আমার মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বেঙ্গল গ্রুপ, আরটিভির পরিচালক ও সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু।

রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে নোয়াখালীর সেনবাগে দুগ্ধ সমবায় সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাইফুল আলম দিপু বলেন, ‘বঙ্গকন্যার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ আজ বিশ্বে রোলমডেল। জননেত্রীর সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। জননেত্রী দেশের গ্রামগুলোকে শহর করেছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

সাইফুল আলম দিপু আরও বলেন, ‘একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিটি মানুষের শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। দুস্থ, অসহায় মানুষ ও পিছিয়ে পড়া নারীদের জন্য বর্তমান সরকারের বহুমুখী প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সুফল পৌঁছে দিতে হবে। জনগণের কল্যাণ করতে চাই।’

এ সময় সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, সমবায় অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, জেলা সমবায় অফিসার ইমরান হোসেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন মিশেল বার্নিয়ের
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার
সাবেক এলজিআরডি মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়: তারেক রহমান