• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

বন্যার্তদের হাতে ত্রাণ সহায়তা তুলে দিলেন র‌্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২৪, ১৩:৫১
বন্যার্তদের হাতে ত্রাণ সহায়তা তুলে দিলেন র‌্যাব মহাপরিচালক
ছবি : আরটিভি

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণসহায়তা বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়।

এ সময় র‌্যাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরবাসী।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে বন্যাকবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন ৯ উপজেলার প্রায় দুই লাখ মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন বন্যাকবলিতরা। এ অবস্থায় বন্যাকবলিতদের মাঝে সরকারি ত্রাণসহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা।

স্থানীয়রা বলছেন, এমন দুর্যোগকালীন পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে উপকার করেছেন র‌্যাবের মহাপরিচালক।

এ বিষয়ে চর যাত্রাপুরের বাসিন্দা জামেলা বেগম বলেন, ‘১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোনো কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোনো সহযোগিতাও মেলে নাই। গতকাল একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।’

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যাকবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হলো তা বন্যার্তদের উপকারে আসবে। আমাদের এখানে আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।’

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের সভা
রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
মহানবি (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কুড়িগ্রামে যুবক গ্রেপ্তার
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু