• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় ছাত্রলীগ সভাপতিকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২৪, ১৫:৪০
কুমিল্লায় ছাত্রলীগ সভাপতিকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের ওপর হামলার ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন, নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।’

ছাত্রলীগ নেতা সবুজ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের ছেলে।

এ ঘটনায় মামলা হলে সোমবার ভোর রাতে পুলিশ নগরীর দক্ষিণ চর্থা ও রানীর বাজার এলাকা থেকে মো. রকি (১৯) এবং আল মোকাদ্দিম রিয়াজ (২৫) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইকৃত টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক