চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অহেদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরামপুর মদ্দানা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক অহেদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। ট্রাক ও মোটরসাইকেলটিও পুলিশই হেফাজতে আছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে।