• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মাদক সেবনের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২৪, ১৫:৫৩
মাদক সেবনের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ উপজেলার বন্দরে কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মাসুম হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বন্দর ইউনিয়নের উলাক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজলী আক্তার একই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।

স্থানীয় লোকজন ও নিহতের মেয়ে জানান, মেয়ের সুখের জন্য কাজলী আক্তারের বিয়ের পর পর এ বাড়ি নির্মাণ করে দেয় তার বাবা। বাবার দেওয়া বাড়িতে প্রথমে স্বামীকে নিয়ে সুখের সংসার থাকলেও স্বামী মাদক সেবন শুরু করলে অশান্তি নেমে আসে। মাদক সেবনের জন্য টাকা না দিলে প্রায়ই মাসুম তার স্ত্রীকে মারধর করতো। আজ সকালে মাদকের জন্য টাকা চাইলে না দেওয়ায় প্রথমে ঝগড়া হয়। পরে ঘরে থাকা বটি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে মাসুম। তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সড়ক অবরোধ
শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক
চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক 
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন