কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০৪:৩১ এএম


কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ছবি : আরটিভি

জয়পুরহাটে শিশুসন্তান শোয়াইবকে (৪) নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শাহানাজ বেগম (২৫) নামে এক গৃহবধূ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বাগজানা রেলগেট থেকে দক্ষিণে প্রায় ৩শ গজ দূরে চার বছরের শিশুটিকে নিয়ে তার মা রেললাইনের ওপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তার মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ সময় স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান  জানান, ‘স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে বলা হয়েছে। বিষয়টি শান্তাহার জিআরপি পুলিশ দেখছে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission