• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ০৭:০২
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

মো. ওমর ফারুক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইন বিষয়ক সম্পাদক’ পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’

তিনি বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে ছাত্রলীগের নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম, সেই ছাত্রলীগের সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলাচল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বলতে পারব।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ইসি ভবনের সামনেই নির্বাচন কমিশনারদের ধাওয়া, জুতা নিক্ষেপ
পদত্যাগ করল আউয়াল কমিশন