• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

কোটা সংস্কারের দাবিতে বগুড়া মেডিকেলে ক্লাস বর্জন

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ০৯:৫৬
কোটা সংস্কারের দাবিতে বগুড়া মেডিকেলে ক্লাস বর্জন
ছবি : আরটিভি

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) রাতে কোটা সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

রাত দশটার দিকে কলেজের বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে কোটা সংস্কারের দাবিতে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হন কলেজ ক্যাম্পাসে।

এ সময় তারা কলেজের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে এবং সারাদেশে এই আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।

শিক্ষার্থীরা জানান, কোটার কারণে সরকারি বিভিন্ন চাকরিতে মেধাবীরা বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন। তাই কোটা সংস্কার এখন সময়ের দাবি। এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫