• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

২৪ ঘণ্টা পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১১:০৬
২৪ ঘণ্টা পর ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
ছবি : আরটিভি

২৪ ঘণ্টা পর ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত ২ বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে তাদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

মঙ্গলবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহত দুই বাংলাদেশি যুবক হলেন, কোম্পানীগঞ্জের কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ।

এর আগে ১৪ জুলাই বিকেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই দুই যুবকের মৃত্যু হয়। এ নিয়ে সোমবার দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ আরও কয়েকজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের হাতে রাবি ছাত্রলীগ নেতা আটক
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত