• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফ্রিজে পচা মাংস, ২ হোটেলকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১২:১৩
হোটেলের ফ্রিজে পচা মাংস, ২ হোটেলকে জরিমানা
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হোটেলের ফ্রিজে পচা মাংস রাখায় দুটি হোটেলকে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

এর আগে পৌরসভার আহার ক্যাফে অ্যান্ড শর্মা হাউস ও নাইয়র চাইনিজ রেস্টুরেন্টে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

এ সময় হোটেল দুটির ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে একই সঙ্গে পচা মাংস ও বাসি খাবার রাখায় হোটেল দুটিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, দুটি হোটেলে পচা মাংস, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার আইনে দুটি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে প্রাণ গেল যাত্রীর 
পরীক্ষা চলাকালে অসুস্থ ৩০ ছাত্রী, যা বলছে কর্তৃপক্ষ