• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, আহত ৪

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৪:৫৯
বগুড়া আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, আহত ৪
ছবি : আরটিভি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা আন্দোলনের পক্ষে সড়ক অবরোধের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তাফসির বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা যে সড়ক আছে সেটি অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এ সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা দুজনই আহত হই। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।’

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ‘আহত হয়েছে কি না, এ ব্যাপারে জানা নেই। এখন কলেজ ক্যাম্পাস শান্ত আছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি রাজশাহীতে গ্রেপ্তার