• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৫:১৯
চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বারঘরিয়ায় সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত দুই দফায় সড়ক অবরোধ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজের পোশাক গায়ে আইডি কার্ড নিয়ে সড়ক অবরোধ করেন। তারা বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক অবরোধ করেন। এ সময় সেতুর দু’পাশে শত শত গাড়ি আটকে যায়। তবে জরুরি গাড়িগুলো পার করে দেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের ক্লাসে পাঠান।

শিক্ষার্থীরা জানান, কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছেন।

এ সময় হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘ছাত্ররা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে পুলিশ সমন্বয় করে ক্লাসে পাঠিয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার