• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৮:১৮
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে একজন কর্মকর্তাসহ পুলিশের ছয় সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরের গোশালা এসবি ফজলুল হক রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম সৌমিক ইসলাম। তিনি জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অপর পুলিশ সদস্যদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শতাধিক নারী শিক্ষার্থীসহ কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকেল সাড়ে তিনটার দিকে ইসলামিয়া কলেজ মাঠ থেকে ফজলুল হক রোড দিয়ে নিউ ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন। আন্দোলনকারীরা নিউ ঢাকা রোডের ট্রাকস্ট্যান্ডের পাশে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন শুরু করেন। আবু তাহের কলোনিতে নির্মাণকাজের কারণে গোশালা মসজিদের সামনে ইটের স্তূপ রাখা ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ এ সময় ইটের স্তূপ থেকে ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ সময় ‌পুলিশ লাঠিচার্জ এবং রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা গোশালার রোড-সংলগ্ন কাটাখাল মুক্তিযোদ্ধা লেন, হাজী বারাক, আবু তাহের কলোনি ও মন্দিরের গলি দিয়ে ছুটে পালিয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পালাতে দেখা যায়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকেই প্রথমে পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়া হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ নিজেদের রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের উপপরিদর্শক সৌমিক ইসলামের মাথা ফেটে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সৌমিক ছাড়াও আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।‌

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত একজ‌নের মৃত্যু
পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২