• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বগুড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৮:২৯
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় কার্যালয়ের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় কয়েক হাজার মানুষ। ওই সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় এবং অফিসের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও শহরের সাতমাথায় অবস্থিত জেলা ডাকঘর ও মুজিব মঞ্চে ভাঙচুর চালানো হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, এখানে বহিরাগতদের সঙ্গে সাধারণ কম বয়সী শিক্ষার্থীরাও আছে। আমরা চিন্তা করছি কী করা যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান
ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি'র শুটিংয়ে ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের কড়া জবাব
অবশেষে জানা গেল ‘ইত্যাদি’র শুটিংয়ে ভাঙচুরের আসল কারণ
ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর, যা বললেন হানিফ সংকেত