• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ফেনীতে কোটা আন্দোলনকারীদের মানববন্ধনে হামলার অভিযোগ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৮:৫৮
ছবি : আরটিভি

ফেনীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবিলম্বে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়া ও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দলের ফেনীর আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য নয়ন পাশা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজনিন সুলতানা, সংগঠক মোবারক জামশেদ, নারী মুক্তি কেন্দ্রের সদস্য সুফিয়া আক্তার ডলি, সংগঠক রায়হান প্রমুখ।

বক্তব্য চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের জেলা সভাপতি মফিজ উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। হাতাহাতির একপর্যায়ে মানববন্ধনকারীদের মারধর করা হয়। এ সময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

বাসদ নেতা জসিম উদ্দিন জানান, জনগণের অর্থে পরিচালিত পুলিশ বাহিনীর উপস্থিতিতে মানববন্ধনে হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে আমার নাক ফেটে গেছে। আমাদের নারী সদস্যদেরও মারধর করা হয়েছে।

সুফিয়া আক্তার ডলি জানান, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ধারীরা হামলা চালিয়েছে। প্রকাশ্যে পুলিশের সামনে এমন ন্যক্কারজনক হামলার বিচার চাই।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু জানান, মানববন্ধনে আমরা হামলা করিনি। কিছু লোক শহীদ মিনারের সামনে জড়ো হয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি। ফেনী মডেল থানার ওসি মো. রহুল আমিন জানান, হামলার বিষয়টি সঠিক নয়। দুই পক্ষ মুখোমুখি হওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দেয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে হাসপাতালে রোগীর স্বজনদের হামলা, জরুরি সেবা ছাড়া সব বন্ধ
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা জানাল বিসিবি
এবার টেস্ট ম্যাচে হামলার হুমকি, বাংলাদেশ সিরিজ নিয়ে বিপাকে বিসিসিআই
ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে