কোটা সংস্কার আন্দোলনে উত্তাল চাঁদপুর

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০৭:৪১ পিএম


কোটা সংস্কার আন্দোলনে উত্তাল চাঁদপুর
ছবি : আরটিভি

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হলে উত্তাল হয়ে ওঠে আন্দোলন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

লেকের পাড়ে অঙ্গীকার এলাকায় টানা ৩ ঘণ্টা চলে বিক্ষোভ আর স্লোগান। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়।

বিজ্ঞাপন

এর আগে সকালে শহরের কালীবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে একটি বড় ধরনের বিক্ষোভ মিছিল বের হয়ে মেথা রোড ও জেএম সেনগুপ্ত রোড হয়ে কালীবাড়ি এলাকায় যায়।

এদিকে বিকেল ৩টায় হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে একটি মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান সাধারণ শিক্ষার্থীদের সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্রলীগ ও অবস্থানরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সদস্য সিয়াম, জসিম উদ্দিন, সিহাব ও মাসুদ আহত হয়।

এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড থেকে পুনরায় হাসান সরকারি আলী উচ্চবিদ্যালয় মাঠে এসে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

এর বিপরীতে ছাত্রলীগের একটি বড় ধরনের মিছিল বাসস্ট্যান্ড থেকে মুক্তিযোদ্ধা সড়ক হয়ে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের মিছিল হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ অতিক্রম করা সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ধাওয়া দিলে কোটা সংস্কার আন্দোলনরত ৪ শিক্ষার্থী পাশের লেকের পানির মধ্যে পড়ে যায়।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, আমরা তাদেরকে (সাধারণ শিক্ষার্থী) শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি। কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে জনদূর্ভোগের সৃষ্টি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের ছাত্রলীগের সিয়াম, জসিম, শিহাব, মাসুদসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ হোসেন পাবেল, যুগ্ম সম্পাদক টিটু, আল-আমিন, মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেক রাসূল জাওয়াদ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসাইন বেপারী, সাইফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission