• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কক্সবাজারে আ.লীগের অফিসে হামলা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৯:৪৭
ছবি : আরটিভি

কক্সবাজার শহরে ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থাকা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের শহীদ সরণী সড়কে দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন বলেন, আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম। হঠাৎ অফিসে ঢুকে আমাদের ওপর হামলা করে এবং অফিস ভাঙচুর করে। এসময় ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী আহত হয়।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী শাকিল আহমদ জানান, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। তাদের অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুজ্জামান বলেন, জেলা জাসদের অফিসসহ আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 
কক্সবাজারে যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৮
নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়ে ২ শিশুর মৃত্যু
সাগরে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার