• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ছয়তলা থেকে ছাত্রলীগের ১৫ কর্মীকে ফেলে দেওয়ার অভিযোগ

আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২৪, ২১:৫০
ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি ছয়তলা ভবন থেকে ছাত্রলীগের অন্তত ১৫ জন কর্মীকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সংঘর্ষ শুরু হয়। পরে তা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালীন বিকেল ৫টার দিকে মুরাদপুরের একটি ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তাদের বেধড়ক পিটিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় কয়েকজন কর্মী ছাদ থেকে ভবনের পাইপ বেয়ে নিচে থামতে গেলে পড়ে যান। আরও কয়েকজনকে ছয়তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘ওই ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কয়েকজন ছাত্র আহত হন। একপর্যায়ে তাদের ছাদ থেকে নামিয়ে আনা হয়। ছাদ থেকে কাউকে ফেলে দেওয়া হয়নি। তারা ভয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‌‘মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় অনেকে আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ওই ভবনের ছাদে কী হয়েছিল, এখনও আমরা বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত  
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ
এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি
মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার