কোটা আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ১১:৪৮ পিএম


কোটা আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এরমধ্যে ১২ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলাটি করেছে 

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

বিজ্ঞাপন

ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলা করা হয়েছে। 
এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।  

তবে কখন ও কোথায় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission