অচল ময়মনসিংহ, দূরপাল্লার যান চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ , ০১:৪৭ পিএম


ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

কোটা ইস‍্যুতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল হয়ে পড়েছে ময়মনসিংহ। বন্ধ রয়েছে দূরপাল্লার সড়কে সব ধরনের যান চলাচল। একই অবস্থা নগরীর মার্কেটগুলোর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত  ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

সেই সঙ্গে নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশাসহ ছোট ছোট যান চলাচল করলেও শিক্ষার্থী অবরোধে ফাঁকা বেশির ভাগ সড়ক। এসব সড়কে হেঁটে হেঁটে পথ চলতে দেখা গেছে সাধারণ পথচারীদের।

বিজ্ঞাপন

নগরীর মাসকান্দা বাস টার্মিনালের এন কাউন্টারের সহকারী ম‍্যানেজার মো. খোরশেদ আলম (৫৫) বলেন, সকাল থেকেই দূরপাল্লার সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রী, হেলপার ও চালকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কারও কোনো নির্দেশনা নেই। 

অরুন দাস (৪৩) নামের এক বাস সহকারী বলেন, শিক্ষার্থীদের শাটডাউনের কারণে সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছে। 

এর আগে এদিন বেলা ১১টার দিকে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা লাঠি হাতে সড়কে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলটি নতুন বাজার, গাঙ্গীনাপাড়, স্টেশন রোড হয়ে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এতে ময়মনসিংহ নগরীর সঙ্গে দূরপাল্লার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থী শাটডাউনে র‍্যাব ও পুলিশের পাশাপাশি ময়মনসিংহে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে মাঠে রয়েছে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে শাটডাউনের মাঠে প্রশাসনের অবস্থান অনেকটাই নীরব। 

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত  আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের ছয় ভাই ইতোমধ্যে শহীদ হয়েছেন, প্রয়োজনে আমরা আরও রক্ত দেব। কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission