• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আশুগঞ্জ টোল প্লাজায় ব্যারিকেড, মহাসড়কে যান চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৩:৫২
আশুগঞ্জ টোল প্লাজায় ব্যারিকেড, মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা-সিলেট, ঢাকা-কুমিল্লা মহাসড়কের মাঝে অবস্থিত আশুগঞ্জ টোল প্লাজায় ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ হয়ে গেছে রাজধানীর সঙ্গে দুই অঞ্চলের সড়ক যোগাযোগ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

খোঁজ নিয়ে যায়, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী ঢাকা-সিলেট, ঢাকা-কুমিল্লা যাওয়ার প্রধান মহাসড়ক আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা এলাকায় ব্যারিকেড দেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা কোটার সংস্কারের দাবিতে এসেছি। আমাদের ভাই ও বোনের শরীরে থেকে যে রক্ত ঝরেছে তার প্রতিবাদ জানাতে এসেছি।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি নাহিদ হোসেন জানান, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। পুরো টোল প্লাজায় আন্দোলনকারীরা ঘেরাও করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
তিতুমীরে আজ ‘ক্লোজ ডাউন’, দাবি না মানলে কাল ‘বারাসাত ব্যারিকেড’
পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন, যান চলাচল বন্ধ