মাদারীপুরে শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, পানিতে ডুবে একজনের মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ , ০২:৩২ পিএম


হামলা
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর মাদারীপুরে ত্রিমুখী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। এর ফলে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কপথে যানবাহন চলাচল বন্ধ আছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি, পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। পরে পাল্টা হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন তারা। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, ২ সংবাদকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এ ঘটনায় শকুনি লেকে পড়ে তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে আজ দুপুর ১টা পর্যন্ত দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলার সময় দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন শকুনি লেকের পানিতে পড়ে যায়। তাদের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। পানিতে ডুবে মারা যাওয়া ওই ছাত্রের গায়ে স্কুল ড্রেস আছে। তবে তার নাম জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission