• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৩০

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৫:১২
ছবি: সংগৃহীত

সর্বাত্মক শাটডাউনে টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগোতে থাকে। মিছিল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় দফায় দফায়।

এ ঘটনা টিয়ারশেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন শিক্ষার্থী হয়। এরপর আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষিপ্ত মিছিল করে। এ অবস্থায় শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগরজলফৈ এলাকাতে আধা ঘণ্টা সড়কে বসে সড়ক অবরোধ করে রাখে। পরে অবরোধ তুলে নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে।

এদিকে সর্বাত্মক শাটডাউনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছু কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সংখ্যার দিক দিয়ে তা খুবই কম। সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস কিংবা ব্যক্তিগত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি
পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তা বদলি
স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু
বঙ্গোপসাগরে নিম্নচাপ: উত্তাল সমুদ্রে পর্যটকদের উল্লাস