জামালপুরে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে জামালপুর রেলস্টেশন জংশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে রাখেন। এতে ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি-ভুয়াপুরগামী রুটে চলাচলকারী অন্য ট্রেনগুলোর শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে জামালপুর রেলস্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, দুই স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।