• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৭:১৭
ছবি : আরটিভি

কোটা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি শাটডাউনের অংশ হিসেবে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় কোটা প্রথা বিলুপ্তের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা। আন্দোলনরত অধিকাংশ শিক্ষার্থীর হাতেই লাঠিসোঁটা দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে তারা লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ঝুমুর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এতে নোয়াখালী-কুমিল্লা-চট্টগ্রাম ও ঢাকাবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২ টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ওষুধ সরবরাহকারী গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানাসহ বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শেষে চলে গেছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় রশি নিয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি 
‘ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়’
দাফনের ২৯ দিন পর সাব্বিরের মরদেহ উত্তোলন