বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুলাই ২০২৪ , ০৮:২২ এএম


বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রায় সাত বছর আগে আওয়ামী লীগ নেতা লাল মিয়ার কিন্ডারগার্টেনে শিক্ষকতা শুরু করেন ওই কলেজছাত্রী। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার অনৈতিক সম্পর্ক চলতে থাকে। প্রথম থেকেই তাদের স্বামী-স্ত্রীর মতো চলাফেরা স্থানীয়দের চোখে পড়ে এবং এলাকায় গুঞ্জন শুরু হয়। 

বিজ্ঞাপন

সম্প্রতি ওই ছাত্রীকে নিয়ে ভারতে ঘুরতে যান লাল মিয়া এবং দেশে ফিরে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ রয়েছে। তবে দেশে ফিরে লাল মিয়া কথা না রাখায় গতকাল মঙ্গলবার সকালে বিয়ের বাড়িতে তার বাড়িতে ওঠেন কলেজছাত্রী। তখন লাল মিয়ার স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন। এখন দুজন গ্রাম পুলিশ গিয়ে লাল মিয়ার বাড়িতে কলেজছাত্রীকে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা লাল মিয়া বলেন, এমনটি হওয়ার কথা ছিল না। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো পক্ষই আমার কাছে বিচার চায়নি।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক হামিদুল ইসলাম বলেন, বিষয়টি থানায় কোনো পক্ষই অবহিত করেননি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission