• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ১৫:৩৩
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মূল সমস্যা ছিল ঢাকায়। অল্প সময়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৪ জুলাই) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। আমি ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি।

এ সময় সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের হয়তো আর অল্প কিছুদিন থাকতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্টিলারি রেজিমেন্ট ও মেডিকেল কোর রিক্রুট ব্যাচের ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ 
যশোর সেনানিবাসে ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ অনুষ্ঠিত
কানাডার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে ভিসা সুবিধা ও প্রতিরক্ষা সহায়তায় গুরুত্ব
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ