• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কারফিউ শিথিল, সাভারে ৫ কিলোমিটার যানজট

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ১৭:৫৪
কারফিউ শিথিল, সাভারে ৫ কিলোমিটার যানজট
ছবি : সংগৃহীত

কারফিউ শিথিল হওয়ার পরপরই সাভারে বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপভ্যানসহ সিটি সার্ভিসের বাসগুলো চলাচল করছে। সড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। ৫ মিনিটের সড়ক পার হতে সময় লাগছে প্রায় ৩০ মিনিট। শ্রীপুর থেকে বাইপাইল পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

যদিও সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, কিছুক্ষণ আগেও আমরা টহল দিয়েছি কিন্তু যানজট দেখিনি। তবে মাঝে মধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় মহাসড়কটি একটু সরু হয়েছে। এ জন্য এমন ধীরগতির সৃষ্টি হচ্ছে। তবে আমরা ধীরগতি নিরসনে কাজ করছি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৪৫ কিমি যানজট
সাভারে ৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি