• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কুয়াকাটা থেকে চলছে ঢাকাগামী গণপরিবহন

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২৩:১০
স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কুয়াকাটা থেকে চলছে ঢাকাগামী গণপরিবহন
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা থেকে ফের ঢাকাগামী গণপরিবহন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকাল থেকে কুয়াকাটা, কলাপাড়া ও পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে গণপরিবহন চলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, অভ্যন্তরীণ রুটের বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য পরিবহন স্বাভাবিক গতিতে চলছে। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। বুধবার সকাল থেকে খুলেছে দোকানপাট। সকাল থেকেই বাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করে। তবে সব স্থানে স্বাভাবিক গতিতে ফেরেনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। উপজেলার শহরগুলোতে লক্ষ্য করা গেছে সেনাবাহিনী ও পুলিশের টহল।

কথা হয় কলাপাড়া বাসস্ট্যান্ডের শ্যামলী বাস কাউন্টারের ইনচার্জ মহাসীন পারভেজের সঙ্গে। তিনি বলেন, বুধবার সকাল থেকে ঢাকাগামী সাকুরা, নাবিলা, এনা, সৌদিয়া, যমুনা লাইন, সেবেন স্টার, সেবেন ডিলাক্স শ্যাশলীসহ বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে গেছে। আজ রাতেও অনেক পরিবহন ছেড়েছে। যদিও যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে।

এ ব্ষিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়