• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ডের চৌকি ভাঙচুর, গুলিতে যুবক আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২৩:৫৬
ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ডের চৌকি ভাঙচুর, গুলিতে যুবক আহত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে নৌরুটে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযানকে কেন্দ্র করে কোস্টগার্ড ও সেন্টমার্টিনের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে ভাঙচুর করা হয় সেন্টমার্টিনে অবস্থিত কোস্টগার্ডের একটি নিরাপত্তা চৌকি। এ সময় কোস্টগার্ডের গুলিতে আহত হন মো. হামিদ নামের এক যুবক। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর যাত্রী উদ্ধারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন, ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দুপুরের দিকে তিনটি যাত্রীবোঝাই ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে আসে। সেন্টমার্টিনের কাছাকাছি পৌছালে একটি ট্রলার ডুবে যায়। এতে ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন। বাকি ১০ জনকে নানাভাবে উদ্ধার হয়। এ উদ্ধার অভিযানে সাগর উত্তাল থাকায় কোস্টগার্ড স্থানীয়দের বাধা দিলে তারা মারমুখী হয়ে ওঠে।

তবে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা বলেন, কোস্টগার্ডের সদস্যরা লাঠিচার্জ করলে সেন্টমার্টিনে অবস্থিত তাদের একটি চৌকি ভাঙচুর করা হয়। পরে কোস্টগার্ডের গুলিতে মো. হামিদ নামের এক যুবক আহত হন। তিনি সেন্টমার্টিনের ৮ নম্বর ওয়ার্ডের কোণাপাড়া এলাকার কলিম উল্লাহর ছেলে।

নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১
আলোচিত শিক্ষক হত্যার হোতা যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
মুক্তিপণ না পাওয়ায় শিক্ষক আরিফ হত্যা, হোতা গ্রেপ্তার