• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২৪, ১০:০৯
সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহিদ হাসান (২৫) এবং অপু মিয়া (১৭)। জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তবে অপুর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ঘটনাস্থলেই মারা যান। আর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয় কুটি-চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে অপু নামের একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। অপরজন কুমিল্লা নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশে বন্ধু থাকবে, প্রভুত্ব মেনে নেব না: জামায়াতের আমির
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১