• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

৬ দিনেও সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ নৌ-পুলিশ সদস্যের

আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২৪, ২০:৩২
ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌ-পুলিশ সদস্য মেজবা উদ্দিনের (৫৫) সন্ধান ছয় দিনেও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবা উদ্দিন উপজেলার চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়িতে সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ট্রলারযোগে শিবচরের কাঁঠালবাড়ি-মাওয়া রুট দিয়ে মানুষ পদ্মা পার হচ্ছে এমন খবর পান নৌ-পুলিশ। পরে চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সহকারী উপপরিদর্শক সুমন মিয়া, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল হোসেন ও মেজবা উদ্দিন স্পিডবোট নিয়ে নদীতে টহলে যান। হঠাৎ ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মেজবা উদ্দিন। আজ বিকেল পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্যের খোঁজ পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, পদ্মা নদীতে ডিউটি চলাকালে নিখোঁজ নৌপুলিশের সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা বাকিরা সুস্থ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

শিবচরের চরজানাজাত নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপর নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেও মেজবা উদ্দিনের সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
হাসপাতাল থেকে নবজাতক চুরি
মাদারীপুরের শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেপ্তার